অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল গণভবনে দেখা করবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।

বাশার বলেন, ‘আগামীকাল বেলা ১টায় দুই দলের ক্রিকেটাররা গণভবনে যাবেন। শুধু ক্রিকেটাররা। প্রথমে অস্ট্রেলিয়া দল দেখা করতে চেয়েছিল এরপর বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হয়। সেখানে ক্রিকেটারদের সঙ্গে নাদেল ভাই (নারী উইংয়ের চেয়ারম্যান) থাকবেন।’

বাশার আরও বলেন, ‘সেখানে মূলত সৌজন্য সাক্ষাত হবে। বাংলাদেশ দল থেকে ১৫ জন ক্রিকেটার এবং চেয়ারম্যান থাকবেন।’

পূর্ববর্তী নিবন্ধ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
পরবর্তী নিবন্ধ‘রাজকুমার’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু