নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (২৪ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিনি জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাখালী গোডাউন বস্তিতে লাগা আগুন বিকেল ৫টা ৩৩ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়।