মুকসুদপুর বাওড়ে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা: গোপালগঞ্জের মুকসুদপুরে মুকসুদপুর বাওড়ের ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে খাল খননের প্রতিবাদে ও খনন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ক্ষতিগ্রস্থ ৮টি গ্রামের সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার মুকসুদপুর বাওড়ের সমানে পুরতান মুকসুদপুর-কালীনগর সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে কয়েকশ ক্ষতিগ্রস্থ জমির মালিকেরা।

এ মানববন্ধনে মুকসুদপুর বাওড় পাড়ের প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুরী, কাওয়ালদিয়া, পশারগাতি ও কুলাকোন গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত আলী খান, মো: বাচ্চু শেখ, মো: দেলোয়ার হোসেন, তপন সাহাসহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে চলাকালে মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত আলী খান বলেন, মুকসুদপুর বাওড়ে ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে।

এসব জমিতে ফসল ফলিয়ে আমাদের সারা বছরের আয় রোজগার হয়। কিন্তু কিছু ভূমিদস্যু নিজেদের স্বার্থে অবৈধভাবে খাল খননের নামে জমি নষ্ট করছে। এতে তারা ক্ষতিগ্রস্থ হওয়ায় খাল খনন বন্ধের দাবী জানান।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআবারও বাড়লো সোনার দাম