নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গ্রহণযোগ্য ব্যক্তিদের খুঁজছে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির চতুর্থ বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
শামসুল আরেফীন বলেন, সার্চ কমিটি যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটা সম্পন্ন করবে। প্রস্তাবিত ৩২২ জনের তালিকা থেকে যাচাই-বাছাইয়ের কাজ চলমান।
কাদের মনোনীত করা হবে জানতে চাইলে তিনি বলেন, আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিদের নির্ধারণ করা হবে।
বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন কিছুই বলা যাবে না। আইনে যেভাবে আছে, ঠিক সেভাবেই হবে।
যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে কারও নাম প্রত্যাহার করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, সার্চ কমিটির পরবর্তী বৈঠক শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিটে এ বৈঠক শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।