নিজস্ব প্রতিবেদক:
অবশেষে দ্বার খুললো অমর একুশে বইমেলার। কয়েক দশক ধরেই ফেব্রুয়ারির শুরু থেকে সর্বসাধারণের জন্য বইমেলার দুয়ার উন্মুক্ত হয়।
কিন্তু করোনা মহামারির কারণে তা শুরু হয়েছে দেরিতে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার কথা রয়েছে।
তবে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ মার্চ পর্যন্ত মেলা চলার ইঙ্গিত দেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মেলা উদ্বোধনের পাশাপাশি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১ প্রদান করেন প্রধানমন্ত্রী। এবার ১৫ জন বিশিষ্ট লেখক-কবি-সাহিত্যিককে পুরস্কার দেওয়া হয়।
এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।
বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বইমেলা খোলা থাকবে। রাত ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এছাড়া একুশে ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টা থেকে চলবে রাত ৯টা পর্যন্ত।