২০২৭ বিশ্বকাপের একক আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক মোহাম্মদ জালাল ইউনুস।
কয়েকদিন আগেই আগামী দিনের কর্ম পরিকল্পনা প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার পর বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা রয়েছে বাংলাদেশের। এবার জালাল ইউনুস জানালেন, আগামী বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।