নিজস্ব ডেস্ক:
পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত তিনটি কৃষি আইনের বাস্তবায়ন স্থগিত ঘোষণা করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট।
সোমবারের এই রায় ক্ষমতাসীন বিজেপি সরকারের জন্য একটি বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে।
সংকট দূর করতে কৃষক ইউনিয়ন নেতা ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনা করতে একটি কমিটিও গঠন করা হবে। এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস এমন খবর দিয়েছে।
প্রধান বিচারপতি এসএ বোবদি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনটি কৃষি আইনের বাস্তবায়ন স্থগিত ঘোষণা করছি।
আদালতকে সরকার বলছে, এই আইন তড়িঘড়ি করে প্রণয়ন করা হয়নি। দুই দশকের বিচারবিবেচনার পর এই সিদ্ধান্ত এসেছে।
গত মাসে কৃষক ইউনিয়নের সঙ্গে সরকারের আট দফা আলোচনা ব্যর্থ হয়েছে। আইনটি প্রত্যাহারের দাবি সরকার কঠোরভাবে উড়িয়ে দিয়েছে। তবে সংশোধনীর বিষয়টি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল।