পাক রাষ্ট্রদূতকে তলব আফগানিস্তানের

পপুলার২৪নিউজ ডেস্ক :

পাকিস্তানের রাষ্ট্রদূত জাহিদ নাসরুল্লাহকে তলব করেছে আফগানিস্তান সরকার।

দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে, বুধবার আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের দেয়া এক বিবৃতির প্রতিবাদে তাকে তলব করা হয়।

বুধবারের ওই বিবৃতিতে পাক রাষ্ট্রদূত বলেছিলেন, ভারত যদি সহিংসতা সৃষ্টি করে, তা হলে আফগান শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত হবে।

তার এই মন্তব্যের প্রতিবাদ জানাতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জাহিদ নাসরুল্লাহকে তলব করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, পাক রাষ্ট্রদূতের এ বক্তব্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের দেয়া প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বিকালে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ হামলায় পাকিস্তান জড়িত বা এ বিষয়ে পাক সরকার উদাসীন এবং ইমরান খানের সরকার ভারতে জঙ্গিবাদ উসকে দিচ্ছে বলে দাবি জানিয়েছে ভারত।

এমনকি পাকিস্তানের বিরুদ্ধে হামলার হুমকিও দিয়েছে ভারত।

পাকিস্তান সরকার ভারতের এসব অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে এর প্রমাণ চেয়েছে।

পাক-ভারত সম্পর্কের এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পাক রাষ্ট্রদূত বলেছেন, ভারত হামলা করলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। এতে আফগান শান্তি আলোচনা বিনষ্ট হবে।

পূর্ববর্তী নিবন্ধভবনে প্রচুর কেমিক্যাল, অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না: ডিএসসিসি তদন্ত দল
পরবর্তী নিবন্ধসশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ইমরান খানের