তিন নম্বরে ব্যাটিং করতে অস্থির লাগে: ইমরুল

তিন নম্বরে ব্যাটিং করতে অস্থির লাগে: ইমরুল

পপুলার২৪নিউজ ডেস্ক:জাতীয় দলে জায়গা ধরে রাখার লড়াইটা সবচেয়ে বেশি করতে হয় সম্ভবত ইমরুল কায়েসকে। বারবার বাদ পড়েন, আবার লড়াই, পরিশ্রম আর অসীম ধৈর্য্যের পরিচয় দিয়ে ফিরে আসেন দলে। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন ইমরুল। কিন্তু সৌম্য সরকারের উত্থানে তিনি প্রিয় পজিশন হারিয়েছেন। ওয়ানডের মত এখন টেস্টেও তামিম ইকবালের সঙ্গী হয়ে যাচ্ছেন সৌম্য। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৮৬ রানের ইনিংসটি সৌম্যর জায়গা পাকা করে দিয়েছে।

এদিকে নিজের পছন্দের জায়গা হারিয়ে অস্থিরতার মধ্যে আছেন ইমরুল। ভয়ডরহীন আক্রমণাত্বক ব্যাটিং আর দুর্দান্ত স্টাইল দিয়ে তারকা হয়ে গেছেন সৌম্য। দীর্ঘ ফর্মহীনতার পর শ্রীলঙ্কা সফরে টানা করেছিলেন ৭১, ৫৩ ও ৬১ রান। তাই দেশসেরা ওপেনার তামিমের সঙ্গী হিসেবে তিনিই প্রথম পছন্দ কোচ এবং নির্বাচকদের। এই দুই হার্ডহিটার মিলে গত ৮ ইনিংসে ৪৬.৮৭ গড়ে করেছেন ৩৭৫ রান।

সুতরাং জায়গা হারাতে হয়েছে ইমরুলকে।আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে ইমরুল সাংবাদিকদের বললেন, কোচ হাথুরুসিংহে তাকে তিন নম্বরে খেলার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ইমরুল বলেন, ‘শ্রীলঙ্কায় শেষ টেস্টে কিন্তু আমি তিনে ব্যাটিং করেছি। কোচ আমাকে তিনে ব্যাটিং করার কথা বলেছেন। নেটে সেভাবেই ব্যাটিং করছি। ওপেনার থেকে তিন নম্বরে ব্যাটিং করা কঠিন, মানিয়ে নিতে হচ্ছে। ‘

কিন্তু নিজের এই নতুন পজিশনে মোটেও সুবিধা করে উঠতে পারছেন না ইমরুল। কিন্তু দলের প্রয়োজনে কোনো আপত্তি নেই তার।  বললেন, ‘আমি যখন ব্যাটিংয়ে নামার জন্য অপেক্ষায় থাকি, তখন নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, কখন মাঠে যাবো। এই ব্যাপারে মানিয়ে নিতে হয়। তামিমকে যদি তিনে দেয়া হয়, ও পারবে না। একটা সময় আমিও পারতাম না। তারপরও মানিয়ে নিতে হচ্ছে দলের জন্য। দলের প্রয়োজনে তিন নম্বরে খেলতে হচ্ছে। ‘

পূর্ববর্তী নিবন্ধনাটোরের বন্যা পরিস্থিতির আরও অবনতি
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ইয়ান গোল্ড-আলিম দার