৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ভূঞাপুর উপজেলায় ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগিগুলো অপসারণ করার পর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাথাইকান্দি এলাকায় ‘লালমনি এক্সপ্রেসের’ ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

এদিকে এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) খায়রুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার কাজ শুরু করে। এতে প্রায় তিন ঘণ্টা পর বগির উদ্ধার কাজ শেষ হয়।

তবে ট্রেনটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে সেটি উদঘাটনের জন্য ৩ সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী তিন দিনের মধ্যে এ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অপর দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ধূমকেতু এক্সপ্রেস, জামতৈল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস, উল্লাপাড়া স্টেশনে একতা, সিরাজগঞ্জ বাজারে সিরাজগঞ্জ এক্সপ্রেস, ভাঙ্গুড়া স্টেশনে নীল সাগর, চাটমোহর স্টেশনে সিল্কসিটি ও সরৎনগর স্টেশনে ঈশ্বরদী লোকালসহ মোট ৮টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

রাত থেকে প্রায় ৯ ঘণ্টা আটকে থাকায় এসব ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে।

সুন্দরবন ও ধূমকেতু ট্রেনের যাত্রী অনিক আহম্মেদ, ফজলে হোসেন মিয়া, খালেদা বেগম, আমির হামজা, হাসিনা খাতুন ও রওশনা আক্তারসহ একাধিক যাত্রীরা জানান, এ ঘটনায় রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে আটকা পড়েছি। লালমনি এক্সপ্রেস ট্রেনটি এমনিতেই প্রায় অকেজো। অন্যান্য রোডে আধুনিক ট্রেন থাকলেও লালমনি এক্সপ্রেসটি পুরাতন বগি নিয়ে যাতায়াত করছে।

পূর্ববর্তী নিবন্ধরাগীব আলীর ১৪ বছর, ছেলের ১৬ বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধগ্যাস দিতে রাজি না হওয়ায় ক্ষমতায় যেতে পারেনি আ.লীগ:প্রধানমন্ত্রী