৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

পপুলার২৪নিউজ ডেস্ক:

মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার ভূমিকম্প আঘাত হানার সঙ্গে সঙ্গে রাজধানী মেক্সিকো সিটি কেঁপে ওঠে। নগরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ওয়াক্সাকা, গুয়েরেরো, পিউবলা ও কিওক্যাম রাজ্যেও এ ভূমিকম্প অনুভূত হয়।

মেক্সিকোর ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে ও ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। তবে ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষতির কথা এখনো জানা যায়নি।

গত বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৪৬৫ জন মানুষ মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন