৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল শুরু

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে প্রায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় কুয়াশার প্রভাব কাটলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কুয়াশার প্রভাব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, গত রাতে কুয়াশা বাড়তে থাকলে সোয়া ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ পদ্মার বিভিন্ন পয়েন্ট ছোট বড় ৬ থেকে ৭টি ফেরি নোঙ্গর করে রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ানে ভূমিকম্পে নিহত ২
পরবর্তী নিবন্ধমির্জাপুরে ট্রাকে ট্রেনের ধাক্কা, উত্তরবঙ্গের পথে ট্রেন চলছে