৭ গোলের ম্যাচে হেরে আরও তলানীতে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক:

একের পর এক লজ্জাই উপহার দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার (৪ মে) রাতে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হয়ে ৩ গোল দিয়েও জয় নিয়ে ফিরতে পারেনি তারা। উল্টো ব্রেন্টফোর্ডের কাছে হেরেছে ৪-৩ গোলের ব্যবধানে।

৭ গোলের ম্যাচে এই হারে আরও তলানীতে নামলো ম্যানইউ। ৩৫ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে অলরেডরা নেমে গেছে ১৫ তম স্থানে। দীর্ঘদিন ১৪ তম স্থানে থাকলেও এই হারে অবনতি হয়েছে তাদের। প্রিমিয়ার লিগের ইতিহাসে এতটা নিচে এর আগে আর কখনো নামেনি অলরেডরা।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামার আগে বড় পরিবর্তন আনেন কোচ রুবেন আমোরিম। কিন্তু কোনো লাভই হয়নি তাতে। তার স্ট্রাইকাররা ৩ গোল দিতে পারলেও ডিফেন্ডাররা গোলপোস্ট বাঁচাতে পারেনি। ফলে ৪ গোল হজম করতে হয়েছে।

ব্রেন্টফোর্ডের কেভিন স্ক্যাডে জোড়া গোল করেন। একটি ছিল আত্মঘাতী এবং অন্যটি করেন ইওয়ানে উইসা। আর ম্যানইউর হয়ে গোল করেন ম্যাসন মাউন্ট, আলেহান্দ্রো গারনাচো এবং আমাদ।

ম্যাচের ১৪ তম মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ম্যাসন মাউন্ট। কিন্তু ২৭ তম মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন লুক শ। ৩৩তম মিনিটে কেভিন স্ক্যাডে ব্রেন্টফোর্ডের হয়ে নিজের প্রথম গোল করেন।

ম্যাচের ৭০ তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কেভিন স্ক্যাডে। ৭৪ তম মিনিটে শেষ এবং চতুর্থ গোলটি করেন ৮২ তম মিনিটে একটি গোল শোধ করেন আলেহান্দ্রো গারনাচো। ৯০+৫ মিনিটে শেষ গোলটি করেন আমাদ। এতে ব্যবধান কমালেও দলের পরাজয় ঠেকাতে পারেননি তিনি। ফলে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ৪০ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে চেলসির চমক