৬ গোলের থ্রিলারের পর আজ ফাইনাল নিয়ে ‘যুদ্ধ’ বার্সা-ইন্টারের

স্পোর্টস ডেস্ক:

প্রথম লেগে ৬ গোলের রুদ্ধশ্বাস থ্রিলার। ফের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা আর ইন্টার মিলান। এবার খেলা ইন্টারের মাঠ সান সিরোতে। ঘরের মাঠে ড্র করা বার্সা এবার কি পারবে ইন্টার-বাধা টপকাতে?

ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ আজ (মঙ্গলবার) মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত একটায়।

স্পেনে অনুষ্ঠিত প্রথম লেগে ম্যাচটি হয়ে উঠেছিল একটি গোল উৎসব। ইন্টার মিলান আক্রমণের সূচনা করলেও বার্সেলোনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে নেয়। ফলে দ্বিতীয় লেগে যে দল জয়ী হবে, তারাই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে।

প্রথম লেগের আগে ইন্টার কিছুটা ছন্দহীন ছিল। সিরিআ শিরোপা দৌড়ে পয়েন্ট খুইয়েছিল এবং কোপা ইতালিয়া থেকেও ছিটকে গিয়েছিল। তবে বার্সার বিপক্ষে প্রথম লেগে তারা জোরালো পারফরম্যান্স প্রদর্শন করে। এরপর হেলাস ভেরোনার বিপক্ষে ১-০ গোলের জয় তাদের আত্মবিশ্বাস কিছুটা ফিরিয়ে এনেছে।

সিমোনে ইনজাগির শিষ্যরা এবার নিজেদের ঘরের মাঠ সান সিরোতে বার্সাকে চমকে দিতে প্রস্তুত। তাদের লক্ষ্য স্পষ্ট, যেকোনো মূল্যে ফাইনালে পৌঁছানো।

এদিকে বার্সেলোনার চোখ ত্রিমুকুটে। কোপা দেল রে ইতিমধ্যেই ঘরে তুলেছে তারা। লা লিগাতেও ব্লুগ্রানারা চার পয়েন্ট ব্যবধানে শীর্ষে। এবার তাদের নজর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দিকে। শেষ ম্যাচে ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলের প্রত্যাবর্তন জয় দলটিকে পুনরায় চাঙ্গা করে তুলেছে।

ইন্টার নিজেদের মাঠে বরাবরই শক্তিশালী। বার্সার আক্রমণভাগ ধারালো থাকলেও রক্ষণের দুর্বলতা এখনো বড় প্রশ্ন। ফলে ম্যাচটি হতে পারে কৌশলের দিক থেকে এক দুর্ধর্ষ লড়াই। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, তা জানার জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।

পূর্ববর্তী নিবন্ধআপত্তিকর শব্দে হেফাজতের দুঃখপ্রকাশ
পরবর্তী নিবন্ধআইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজ