
বিনোদন ডেস্ক : ‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন ২০২৩’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ৫৫ বছর বয়সী মডেল রূপিকা গ্রোভার। ভারতের নয়া দিল্লির হোটেল লীলায় বসেছিল এ প্রতিযোগিতার চূড়ান্ত আসর।
৫ হাজার প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশ নেন। সেখান থেকে ৭৩ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পড়েন রূপিকা। এতে ফার্স্ট রানারআপ নির্বাচিত হয়েছেন টিনা সিং, দ্বিতীয় রানারআপ হয়েছেন ডা. অনুপমা বাচিল। আয়োজক প্রতিষ্ঠানের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব তথ্য জানানো হয়েছে।
‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন ২০২৩’ বিজয়ী হওয়ার পাশাপাশি রূপিকা ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল ক্লাসিক’, ‘ফিট ক্লাসিক’ এবং ‘ট্যালেন্টেড ক্লাসিক’সহ একাধিক খেতাব জিতেছেন।
ভারতের জম্মুতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা রূপিকার। গ্ল্যামার ওয়ার্ল্ডের টানে ভূস্বর্গ ছেড়ে মুম্বাইয়ে পাড়ি জমান; শোবিজ অঙ্গনের সঙ্গে যুক্ত হন তিনি। পাশাপাশি বিয়ে করে সংসারীও হন। রূপিকার দুই ছেলে। পশুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন রূপিকা।