৪ নভেম্বর বিপিএলের পঞ্চম আসর

পপুলার২৪নিউজ ডেস্ক:
চলতি বছরের ৪ নভেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর।

বৃহস্পতিবার বিপিএল গভর্নর কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, ৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। তবে এর আগে ২ নভেম্বর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

আগামী ১৬ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এবারে বিদেশি কোটায় ৫ খেলোয়াড় রাখা হতে পারে। যদিও এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

বিপিএলের পঞ্চম আসরে অংশ নেবে ৮ টি দল। আগের বছরগুলোতে ৬টি দল অংশ নিয়েছিলো।

খেলাও হবে ২টি থেকে বেড়ে ৩টি ভেন্যুতে। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। পরের বছরই অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসর।

কিন্তু এরপর ফিক্সিং কেলেঙ্কারিতে একবছর বন্ধ ছিল বিপিএল। ২০১৫ সালে অনুষ্ঠিত হয় তৃতীয় আসর। আর গতবছর অনুষ্ঠিত হয় চতুর্থ আসর।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে এগিয়ে রাখতে চাইলেন না ল্যাথাম
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে সিরাজুল হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড