৪৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি শিশু হৃদয়

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর মুগদা এলাকার মাণ্ডা খালে পড়ে যাওয়া ৩ বছরের শিশু হৃদয়কে ৪৪ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি।

মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কয়েকটি দল হৃদয়কে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে ফায়ার সার্ভিস কন্টোলরুমের ডিউটি অফিসার রাসেল সরকার জানান।

তিনি বলেন, মঙ্গলবার খুব ভোর থেকেই উদ্ধারকর্মীরা কাজ শুরু করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশনমাস্টার আলী আজম জানান, শিশুটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খালে ব্যাপক ময়লা-আবর্জনা থাকায় শিশুটিকে উদ্ধারে সমস্যা হচ্ছে। আশা করছি, দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

রোববার বিকাল ৫টার দিকে মুগদার মদিনাবাগ সুখনগর খালটি বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছিল শিশু হৃদয়। এ সময় সে নিচে পড়ে যায়।

শিশুটি খালপাড় এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবা কামাল হোসেন একজন রিকশাচালক।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় ১৫ জন নিহত
পরবর্তী নিবন্ধপানামা পেপারসখ্যাত অনুসন্ধানী সাংবাদিক গাড়িবোমায় নিহত