৩ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি : ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করলেও বাংলাদেশে কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আগামী তিন দিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করবে।

প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ আজ কিংবা আগামীকাল ট্রেনে উঠবে। যা তিন দিনের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে।

শনিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে এক পরিচিতি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে কি না তা আমার জানা নেই। পেঁয়াজ আসা নিয়ে কোন রকম সমস্যা আছে বলেও আমার জানা নেই।

তিনি আরও বলেন, বাজার তার আপন গতিতেই চলবে। ৫-১০ টাকা বাড়লে সেটা নিয়ে কিছু না করা হলেও কেউ যদি মজুদদারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক বাজারে বেচা কেনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কোন রকম পুলিশি তৎপরতা বা ম্যাজিস্ট্রেটি তৎপরতা প্রয়োজন নেই। তিনি মনে করেন বাজারে যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ আছে এবং দামও যৌক্তিক পর্যায়ে আছে।

চালের মূল্য বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চাল খাদ্য মন্ত্রণালয়ের বিষয়। আরেক মন্ত্রণালয়ের বিষয়ে কোন কিছু বলা ঠিক হবে না বলে তিনি মনে করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভাই হত্যার অভিযোগে ট্রান্সকমের সিইও’র বিরুদ্ধে বোনের মামলা
পরবর্তী নিবন্ধজিম্মি নাবিকদের ‘সহসা’ উদ্ধারে সরকার আশাবাদী: পররাষ্ট্রমন্ত্রী