৩৫ লাখ টাকা খরচে মসজিদ নির্মাণ করলেন সাকিব

নিজস্ব ডেস্ক:

বরাবরই ধর্মের প্রতি সাকিব আল হাসানের অনুরাগের বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এসেছে। হজ, ওমরাহ’র পাশাপাশি ইসলামিক দীক্ষাও নিতে দেখা গেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়। তবে বিষয়টি প্রচারে আসুক এটা সাকিব চাননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় মসজিদটি নির্মাণ করেছেন সাকিব। বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

মসজিদটি উদ্বোধনের পর থেকে সেখানে ইমামতি করছেন মুফতি মো. আতিক উল্লাহ। তিনি জানান, নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে এলাকাবাসী খুবই খুশি।

পূর্ববর্তী নিবন্ধওবায়দুল কাদেরের কথায় আমরা কৌতুকবোধ করি : ফখরুল
পরবর্তী নিবন্ধপাপুলের আসনে নৌকার টিকিট পেলেন নয়ন