স্পোর্টস ডেস্ক:
১৯৭৯ সালের পর থেকে কেটে গেছে ৪৬টি বছর। ফ্রান্স ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর লিগ ওয়ানে দীর্ঘ এতটা বছর খেলা হয় না প্যারিস এফসির। অবশেষে নতুন মালিক এবং স্পন্সরের হাত ধরে ৪৬ বছরের আক্ষেপ কাটিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে ফিরে আসলো প্যারিসের দলটি।
ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্লাব পিএসজিই লিগ ওয়ানে দীর্ঘদিন ধরে শাসন করে আসছে। ১০টি শিরোপা জয় করে তারা এরই মধ্যে রেকর্ড গড়েছে। জিতেছে সর্বশেষ টানা ৪টি শিরোপা।
তবে, প্যারিস থেকে লিগ ওয়ানে দীর্ঘদিন সঙ্গীহীন ছিল পিএসজি। সেই ১৯৯০ সাল থেকে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস থেকে সর্বশেষ ১৯৯০ সালে পিএসজির সঙ্গে খেলেছে রেসিং প্যারিস-১ (সাবেক মার্তা রেসিং- নামে পরিচিত)। এরপর থেকে লিগ ওয়ানে ফ্রান্সের রাজধানী শহরের পিএসজি ছাড়া আর কোনো ক্লাব খেলেনি।
শুক্রবার রাতে লিগ-২ এ মার্টিগসের সঙ্গে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় দল হিসেবে লিগ ওয়ানে প্রমোশন নিশ্চিত করেছে প্যারিস এফসি। লিগ-২ এর শীর্ষদল লরিয়েন্ত। তারাও আগেই লিগ ওয়ানে উঠে গেছে। নিয়মানুযায়ী লিগ-ওয়ান থেকে প্রতিবছর দুটি দলের অবনমন হবে আর লিগ-২ থেকে দুটি দলের প্রমোশন হবে।
সে হিসেবে লিগ-২ থেকে প্রমোশন পেয়েছে লরিয়েন্ত এবং প্যারিস এফসি। প্যারিস এফসিকে সম্প্রতি কিনে নিয়েছে ফ্রান্সেরই বিলিওনিয়ার বার্নার্ড আরনল্ট। ক্লাব কেনার সময়ই তারা প্রতিশ্রুতি দিয়েছিল প্যারিস এফসিকে শীর্ষ লিগে ফিরিয়ে এনে ফ্রান্সেরই একটা সেরা ক্লাবে পরিণত করবে এবং ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোতে যাতে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, সে চেষ্টা করবে।
সে চেষ্টারই ফল হিসেবে তারা ৪৬ বছর পর উঠে এলো লিগ ওয়ানে। একই সঙ্গে বার্নার্ড আরনল্ট ঘোষণা দিয়েছেন, তারা দ্রুতই নিজেদের হোম গ্রাউন্ড চারলেটি স্টেডিয়ামে ফিরে আসবে।