৩২০ রানে অলআউট বাংলাদেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:

মুমিন-মাহমুদউল্লাহর ব্যাটিং দৃঢ়তায় ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। কিন্তু  আর কোনো ব্যাটসম্যান দলের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হওয়ায় ৩২০ রানেই অলআউট হয়ে যায় মুশফিকবাহিনী।

এর ফলে ১৭৬ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন মুমিনুল হক। এছাড়াও মাহমুদউল্লাহ ৬৬, মুশফিক ৪৪ রান করেন।

এর আগে ১২৭ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাঠে নামেন তামিম ইকবাল এবং মুমিনুল। তবে আগের দিনের ২২ রানের সঙ্গে ১৭ রান যোগ করে ব্যক্তিগত ৩৯ রানে আউট হন তামিম।

তামিম ফিরে গেলেও দলকে লড়াই করার স্বপ্ন দেখান মুমিনুল। তুলে নেন নিজের ১২তম অর্ধশতক।

আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম হাফসেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৪তম হাফসেঞ্চুরি । ১০৮ বলে করা হাফসেঞ্চুরির পথে তিনি ১০টি বাউন্ডারি হাঁকান।

পূর্ববর্তী নিবন্ধমুমিনুলের ১২তম অর্ধশতক
পরবর্তী নিবন্ধবোর্দোকে উড়িয়ে দিল নেইমারের পিএসজি