২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আইন সচিব

পপুলার২৪নিউজ ডেস্ক :
২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আইন সচিব

দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হক। জহিরুল হক বর্তমানে আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই মন্ত্রণালয়ের সচিব হিসেবে সোমবার তার চাকরির মেয়াদের শেষ দিন ছিল। এ পরিপ্রেক্ষিতে তাকে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি  করা হয়।

নিয়োগের বিষয়ে  সচিব জহিরুল হক জানান, ‘আদেশপত্র হাতে পেয়েছি। সবার সহযোগিতা নিয়ে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব। ’

জানা গেছে, বিচার বিভাগের কর্মকর্তা জহিরুল হক এর আগে জেলা জজ হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের অনুমোদনক্রমে তিনি আইন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিযুক্ত হন। সেখান থেকে পর্যায়ক্রমে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব হিসেবে পদোন্নতি পান। ’

মো. জহিরুল হককে চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়। সেখানে অনুমোদিত হওয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধষোড়শ সংশোধনীর ‘আপত্তিকর’ বক্তব্য প্রত্যাহারে আবেদন করবে সরকার
পরবর্তী নিবন্ধচুমু না খাওয়ার শর্তে হেট স্টোরিতে ঊর্বশী!