২০৫০ সালে বিশ্ব অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন ৩২ দেশের তালিকা

পপুলার২৪নিউজ ডেস্ক:

২০৫০ সালে পৃথিবীর রূপ আজকের অবস্থা থেকে ব্যাপকভাবে বদলে যাবে। একইভাবে বিশ্বের অর্থনৈতিক আর বিনিয়োগ চিত্রও বদলাবে তার মুখাবয়ব। বিশ্বসেরা পেশাগত সেবাদাতা প্রতিষ্ঠান পিডব্লিউসি’র সাম্প্রতিক প্রতিবেদনে পরবর্তী ৩৩ বছরে বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন দেশগুলোর তালিকা বিন্যাস করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে চলতি ফেব্রুয়ারির শুরুতে অপর এক প্রতিবেদনে একই প্রতিষ্ঠান ২০৩০ সালের সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী আর বৃহৎ ৩২টি দেশের তালিকা প্রকাশ করেছিল যাতে বাংলাদেশের অবস্থান ছিল ২৮তম স্থানে।

‘দ্য লং ভিউ: হাউ উইল দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার চেঞ্জ বাই ২০৫০’ নামক বিশ্বের ভবিষ্যত অর্থনীতি নিয়ে ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতির আকার হবে বিশ্বে ২৮তম। একই ধারায় এগোতে থাকলে ২০৫০ সালে বিশ্বের ২৩তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।

সামস্টিক অর্থনীতিবিদরা ক্রয়ক্ষমতার সমতা (পিপিপি) সূত্র ব্যবহার করে থাকেন নির্দিষ্ট সময়কালের আওতায় বিভিন্ন দেশের মধ্যকার অর্থনৈতিক উৎপাদনশীলতা ও জীবনযাপন মানের তালিকা নির্ধারণে।

সে মতে, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে একমাত্র ব্যতিক্রম যুক্তরাষ্ট্র ছাড়া জাপান ও জার্মানির মতো বিশ্ব অর্থনৈতিক শক্তিক্ষেত্র হিসেবে পরিচিত অনেকগুলো দেশের লক্ষ্যণীয় স্থানচ্যুতি ঘটবে। এসব দেশের স্থান দখল করবে ভারত, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো যারা বিকাশমান বাজারক্ষেত্র হিসেবে পরিগণিত।

২০৫০ সালকে সামনে রেখে করা পিডব্লিউসি তালিকার দেশগুলো হচ্ছে:

৩২. নেদারল্যান্ডস- ১.৪৯৬ ট্রিলিয়ন মার্কিন ডলার (পিপিপি)
৩১. কলম্বিয়া- ২.০৭৪ ট্রিলিয়ন মার্কিন ডলার
৩০. পোল্যান্ড- ২.১০৩ ট্রিলিয়ন মার্কিন ডলার
২৯. আর্জেন্টিনা- ২.৩৬৫ ট্রিলিয়ন মার্কিন ডলার
২৮. অস্ট্রেলিয়া- ২.৫৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার
২৭. দক্ষিণ আফ্রিকা- ২.৫৭০ ট্রিলিয়ন মার্কিন ডলার
২৬. স্পেন- ২.৭৩২ ট্রিলিয়ন মার্কিন ডলার
২৫. থাইল্যান্ড- ২.৭৮২ ট্রিলিয়ন মার্কিন ডলার
২৪. মালয়েশিয়া- ২.৮১৫ ট্রিলিয়ন মার্কিন ডলার
২৩. বাংলাদেশ- ৩.০৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার
২২. কানাডা- ৩.১ ট্রিলিয়ন মার্কিন ডলার
২১. ইতালি- ৩.১১৫ ট্রিলিয়ন মার্কিন ডলার
২০. ভিয়েতনাম- ৩.১৭৬ ট্রিলিয়ন মার্কিন ডলার
১৯. ফিলিপাইন্স- ৩.৩৩৪ ট্রিলিয়ন মার্কিন ডলার
১৮. দক্ষিণ কোরিয়া- ৩.৫৩৯ ট্রিলিয়ন মার্কিন ডলার
১৭. ইরান- ৩.৯০০ ট্রিলিয়ন মার্কিন ডলার
১৬. পাকিস্তান- ৪.২৩৬
১৫. মিশর- ৪.৩৩৩ ট্রিলিয়ন মার্কিন ডলার
১৪. নাইজেরিয়া- ৪.৩৪৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
১৩. সৌদি আরব- ৪.৬৯৪ ট্রিলিয়ন মার্কিন ডলার
১২. ফ্রান্স- ৪.৭০৫ ট্রিলিয়ন মার্কিন ডলার
১১. তুরস্ক- ৫.১৮৪ ট্রিলিয়ন মার্কিন ডলার
১০. যুক্তরাজ্য- ৫.৩৬৯ ট্রিলিয়ন মার্কিন ডলার
৯. জার্মানি- ৬.১৩৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
৮. জাপান- ৬.৭৭৯ ট্রিলিয়ন মার্কিন ডলার
৭. মেক্সিকো- ৬.৮৬৩ ট্রিলিয়ন মার্কিন ডলার
৬. রাশিয়া- ৭.১৩১ ট্রিলিয়ন মার্কিন ডলার
৫. ব্রাজিল- ৭.৫৪০ ট্রিলিয়ন মার্কিন ডলার
৪. ইন্দোনেশিয়া- ১০.৫০২ ট্রিলিয়ন মার্কিন ডলার
৩. যুক্তরাষ্ট্র- ৩৪.১০২ ট্রিলিয়ন মার্কিন ডলার
২. ভারত- ৪৪.১২৮ ট্রিলিয়ন মার্কিন ডলার
১. চীন- ৫৮.৪৯৯ ট্রিলিয়ন মার্কিন ডলার
চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত ২০৩০ সাল পর্যন্ত সম্ভাব্য শীর্ষ অর্থনীতির দেশের তালিকা থেকে একই প্রতিষ্ঠানের করা ২০৫০ সালের সম্ভাব্য তালিকায় বেশকিছু দেশের উত্থান-পতন হয়েছে। ১৭ ফেব্রুয়ারির নতুন তালিকাটিও প্রকাশ করে সিঙ্গাপুর থেকে প্রকাশিত দ্য বিজনেস ইনসাইডার।

পূর্ববর্তী নিবন্ধপ্রেম-ভালোবাসা কোথা থেকে আসে?
পরবর্তী নিবন্ধকৌতূহলের ফোনই বেশি আসছে ৯৯৯ নম্বরে!