১৬ বছর পরও কেন মার্কিন প্রত্যাহার হলো না? জানতে চেয়ে ট্রাম্পকে চিঠি

আফগানিস্তান ছাড়ার আরজি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি। আফগানিস্তান থেকে মার্কিন আগ্রাসনের ১৬ বছর পরও কেন সেনা প্রত্যাহার করা হলো না, তাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।

নাম-ঠিকানাবিহীন দীর্ঘ চিঠিটি বলা হয়েছে, প্রত্যাহারের মাধ্যমে সত্যিই মার্কিন সেনাদেরকে ক্ষতিকর পথ থেকে সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া সেনা প্রত্যাহারের মাধ্যমে ট্রাম্প পূর্বসূরিদের কাছ থেকে পাওয়া দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে পারেন।

১৬০০ শব্দের চিঠিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে সেনা মোতায়েনের বিষয়ে নীতি নির্ধারণ করতে পারবেন না। কিন্তু তিনি সেনা প্রত্যাহারের ঘোষণা করতে পারেন। আফগানিস্তানে সামরিক কৌশল পর্যালোচনার কথা বলে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট তার পূর্বসূরির ভুল স্বীকার করে নিয়েছেন।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

পূর্ববর্তী নিবন্ধগালি দিয়ে করা ট্যুইট রিট্যুইট করে বিপাকে ট্রাম্প!
পরবর্তী নিবন্ধকয়েক ঘণ্টার মধ্যেই পরমাণু কর্মসূচি চালু করতে সক্ষম ইরান