১১ মে,এ.ইউ.ডব্লিউ চট্টগ্রামের ৭ম সমাবর্তন

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
১১ মে,২০১৯ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ ডব্লিউ) চট্টগ্রামের ৭ম সমাবর্তন
আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ)
চট্টগ্রামের ৭ম সমাবর্তন আগামী ১১ মে, ২০১৯ শনিবার বেলা ২ঘটিকায়  হোটেল রেডিসন
ব্লু, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন এশিয়ান
ইউনিভার্সিটি ফর উইম্যান এর মাননীয় চ্যান্সেলর চেরী ব্লেয়ার এবং বোর্ড অব
ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি । সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন
আফগানিস্থানের প্রেসিডেন্টের মাননীয় প্রধান উপদেষ্ঠা ও অর্থমন্ত্রী প্রফেসর
মুহাম্মদ হুমায়ন কাইয়ুমী  এবং  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা
ডিপার্টম্যান্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী
প্রফেসর রেজওয়ানা চৌধুরী বন্যা । পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর
পক্ষথেকে সমাবর্তন বক্তা প্ররফেসর মুহাম্মদ হুমায়ন কাইয়ুমীকে “ডক্টর অফ লজ”
এবং প্রফেসর রেজওয়ানা চৌধুরী বন্যাকে “ “ডক্টর অফ আর্টস” সম্মান সূচক ডিগ্রী
প্রদান করা হবে । এবারের সমাবর্তনে বাংলাদেশ সহ ১২ টি দেশের ১০০ জন
শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট সম্মাননা  সার্টিফিকেট প্রদান করা হবে । উক্ত দেশ
সমূহ হলো ঃ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, নেপাল, ফিলিস্তিন,
যুক্তরাষ্ট্র, কম্বোডিয়া, শ্রীলংকা, ভিয়েতনাম, ভূটান এবং বাংলাদেশ।এশিয়ান
ইউনিভার্সিটি ফর উইম্যান এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর র্র্নিমলা রাও
এবং বোর্ড অব ট্রাস্টিজ এর পক্ষ থেকে এ সংবাদ জানানো হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধ৭ম বর্ষে পপুলার ২৪নিউজ ডট কম
পরবর্তী নিবন্ধচৌহালীতে সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চত্রুবর্তীর পরিদর্শন”