১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট প্রতিনিধি :
টানা ১০ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। মঙ্গলবার (২ এপ্রিল) বন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তবে স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে সোমবার (১ এপ্রিল) ত্রি-দেশীয় বুড়িমারী স্থল বন্দরের বোর্ডে ছুটির নোটিশ জারি করে কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন।

বন্দর সূত্র জানায়, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ছুটির বিষয়ে ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংগঠন জরুরি বৈঠক করে। সেখানে সবার সম্মতিতে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির পলাশ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থলশুল্ক স্টেশন ১০ দিন বন্ধ রাখার চিঠি পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধ২৯ রোজায় শেষ হতে পারে রমজান, বলছে পাকিস্তান
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ