হারের জন্য আবারও শিশিরকে দুষলেন লিটন

স্পোর্টস ডেস্ক:

লজ্জার ষোলোকলা পূর্ণ হলো। এক ম্যাচ হারকে অঘটন বলা যায়। কিন্তু টানা দুই ম্যাচে আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের কাছে রীতিমত নাকাল হলো বাংলাদেশ।

বলেকয়ে এক ম্যাচ বাড়ানো যেন হিতে বিপরীত হলো টাইগারদের জন্য। শারজায় শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখে অনায়াসেই হারিয়েছে আরব আমিরাত। সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই এমন লজ্জার মুখে পড়তে হলো লিটন দাসকে।

সবগুলো ম্যাচেই টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে, সিরিজ হারের পর সেটাকে একটা কারণ দেখানোর চেষ্টা করলেন লিটন। আবারও সামনে আনলেন রাতের শিশিরের প্রসঙ্গ।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, কন্ডিশনে করতে চাইনি। তিন ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।’

প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেও লিটন ঘুরিয়ে ফিরিয়ে শিশিরের কাঁধেই দায় চাপিয়েছেন। তার বক্তব্য, ‘তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন আতঙ্কিত হয়নি, তাদের কৃতিত্ব দিতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই
পরবর্তী নিবন্ধবিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ