হামজাদের ম্যাচ টিকিট ৪০০ টাকা, ২৪ মে থেকে যেভাবে মিলবে

স্পোর্টস ডেস্ক:

আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরীর প্রথম হোম ম্যাচ উপলক্ষ্যে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বাফুফের কম্পিটিশন কমিটি সেই ম্যাচের টিকিটিং ব্যবস্থা নিয়ে আজ (বুধবার) বিকেলে এক সংবাদ সম্মেলন করেছে।

বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবে। আগামীকাল থেকে বাফুফে টিকিফাইয়ের ওয়েবসাইট লিংক প্রচার করবে।’

টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘আমাদের ওয়েবাসাইটে এই ম্যাচ সম্পর্কে লিংক থাকবে সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে।’

অনলাইন মাধ্যমে টিকিটিংয়ের অন্যতম সমস্যা খুব দ্রুত কোনো পক্ষ টিকিট হাতিয়ে নেয়। পরবর্তীতে সেই টিকিট কালোবাজারি হয়। এ নিয়ে বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের বক্তব্য, ‘একজন ব্যক্তি একটি নাম্বার ও মেইল থেকে সর্বোচ্চ ৫ টিকিট সংগ্রহ করতে পারবে।’ অনেক ব্যক্তির একাধিক নাম্বার ও মেইল থাকতে পারে, সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে অবশ্য সুনির্দিষ্ট উত্তর মেলেনি। তখন টিকিফাইয়ের কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করার কথা বলেন। বাফুফের টিকিটিং পার্টনার আজ সংবাদ সম্মেলনে আসলেও যথার্থ প্রস্তুতি নিয়ে আসেনি। ফলে সাংবাদিকদের নানা প্রশ্নের পরই তারা বিষয়গুলো ভেবে দেখার ও পরিবর্তনের কথা বলেছেন।

বাংলাদেশ-সিঙ্গাপুরের আসন্ন ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারির জন্য ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২০০০ টাকা। সাধারণ গ্যালারির টিকিটে আসন রয়েছে ১৮ হাজার ৩০০টি।

অনলাইনে টিকিটের সংখ্যা সম্পর্কে ফেডারেশনের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘আমরা দেশের ফুটবলের স্টেকহোল্ডারদের কিছু সংখ্যক টিকিট রেখে বাকি সব অনলাইনে দেব।’ ফেডারেশন এখনও সেই সংখ্যা ঠিক করেনি।

বাফুফে অনলাইন টিকিট সিস্টেমে এই প্রথম অগ্রসর হচ্ছে। ই-টিকেট দেখিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে সময় লাগবে। অনেক সময় লাইন লম্বা হলে খেলা শুরুর সময় হয়ে যায়। এ নিয়ে টিকিফাইয়ের কর্মকর্তার মন্তব্য, ‘আমরা বিপিএল কনসার্ট, আতিফ আসলামসহ কয়েকটি অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত ছিলাম। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে স্ক্যান করে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করাতে পারব।’

টিকিফাইকে বাফুফের টিকিট পার্টনার করার কারণ সম্পর্কে বাফুফের প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য জাকির হোসেন বলেন, ‘আরও তিন-চারটি কোম্পানি আবেদন করেছিল, এর মধ্যে তাদের সবচেয়ে লোয়েস্ট প্রাইস এবং সক্ষমতা রয়েছে, এজন্য (দায়িত্ব) দেওয়া হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধতেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়ালো টিসিবি
পরবর্তী নিবন্ধটিকিট নিয়ে ‘উল্টো’ রথে বাফুফে