হাওরে ছত্রাকজনিত ব্লাস্টের আক্রমণে দিশেহারা কৃষক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

হাওরের কৃষকের নিশ্বাস দীর্ঘ হচ্ছে। গত বার চৈত্র মাসে সম্পূর্ণ বোরো ধান গাছ পানিতে তলিয়ে গিয়েছিল। ধান গাছ পঁচে পানি বিষাক্ত হয়ে মরে মাছ, মরে হাঁস। বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ে দেখা দেয় অসূখ। ধান হারিয়ে কৃষক পরিবার দিশেহারা হয়ে পড়েন। গত বছরের দূর্যোগের পর কৃষকরা মাথা তুলে দাঁড়াতে যুদ্ধ করে যাচ্ছেন এখনও। অনেক হাওরে ধান কাটা শুরু হলেও কিছু কিছু হাওরের ধানে ছত্রাকজনিত ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। হাওরের জমিতে দ্রুত ছড়িয়ে পড়ছে এ রোগটি। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
সুনামগঞ্জের ছাতক, তাহিরপুর, দোয়ারাবাজার, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার বিভিন্ন হাওরে উচ্চ ফলনশীল ব্রি-২৮ ধানে ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। ধানের শীষ বের হলেই রোগে আক্রান্ত হচ্ছে ধান গাছ। দ্রুত ছড়িয়ে পড়ছে হাওরের জমিতে এ রোগটি। আক্রান্ত জমির ধান গাছে কৃষকরা ছত্রাকনাশক ট্রুপার স্প্রে নাশক ব্যবহার করেও ধানের গাছ রোগ মুক্ত হচ্ছেনা।
তাহিরপুরের মাটিয়ান হাওরের উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, গত বছর পানিতে ফসল ডুবেছে। এর আগের বছর গেল শিলাবৃষ্টিতে। এবছর ধানের ব্লাস্ট রোগ সব অর্জন ম্লান করে দিতে পারে।
ছাতকের হলদিউরা গ্রামের কৃষক সিরাজ উদ্দিন জানান, ব্লাস্ট রোগে ব্রি-২৮ ধান আক্রান্ত হওয়ায় মরে যাচ্ছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার সাহা বলেন, ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্ট রোগটি দেখা দিয়েছে। রোগটি প্রতিরোধ ও বিস্তাররোধে কৃষকদের সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবৈদেশিক বাণিজ্য বিষয়ে এসবিএসি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধবাজারে ওয়ালটনের বৈচিত্র্যময় শতাধিক মডেলের ফ্রিজ