সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদ হানি রোধে চালকদের আরও সতর্কভাবে গাড়ি চালানো আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আইন কঠোর না হলে সামাজিক শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। তবে আইন যাতে স্বার্থ বিরোধী ও শ্রমিক নির্যাতনমূলক না হয় সে ব্যাপারে সরকার সচেতন রয়েছে।

শনিবার দুপুরে ফরিদপুর পৌর বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শ্রমিকের মৃত্যু পরবর্তী অনুদানের টাকা পরিবারের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উরিদপুর মটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি চৌধুরী বরকত ইবনে সালাম, শ্রমিক নেতা গোলাম মো. নাসির প্রমুখ।

পরে এলজিআরডিমন্ত্রী বিভিন্ন সময় মারা যাওয়া ৩৪ জন শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে মোট ১৭ লাখ টাকার অনুদান তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধমানুষকে বিভ্রান্ত করে বিএনপি আগামী নির্বাচনে জিততে চায়: নাসিম
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বিমানে ২০ হাজার টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা