সড়কে হাট-বাজার বসলেই ব্যবস্থা নেয়ার নির্দেশ ডিসির

মুজিব উল্ল্যাহ্ তুষার,চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, ঈদের আগে সড়ক বা
মহাসড়কের উপর যাতে হাট-বাজার না বসে সেদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তারা
দৃষ্টি রাখবেন। পবিত্র ঈদ উপলক্ষে গাড়ি যাতে জ্যামে আটকা না পড়ে সে ব্যাপারে
প্রয়োজনীয় ব্যবস্থাসহ প্রয়োজনে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি দিবেন।
তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোববার (১২ মে) চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, মহাসড়কের মধ্যে সিএনজি অটোরিকশা চলাচল করতে
পারবে না। চললে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের বিভিন্ন জায়গায় দেখছি
উল্টোপথে বাইক চালানো হচ্ছে। কিন্তু এ ব্যাপারে সিএমপিকে বলবো কঠোর নজর দিতে।
সুন্দর ঈদ উদযাপন করতে সকলের সহযোগিতা দরকার। আশা করি সকলের সহযোগিতা পাবো।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে এবার মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধঅস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: ফুলকলিকে ৭ লাখ টাকা জরিমানা