স্বাস্থ্যবিধি মেনেই সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকগুলো

নিজস্ব প্রতিবেদক:

দেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রনের আধিপত্য। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেল্টা ভ্যারিয়েন্টের জায়গা ধীরে ধীরে দখলে নিচ্ছে ওমিক্রন। এ অবস্থায় অর্ধেক জনবল নিয়ে ব্যাংক খোলার নির্দেশনা দিয়েছে সরকার। আর সেই নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকগুলো।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ব্যাংকে স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রাহক ব্যাংকে প্রবেশের পর তাকে দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। মাস্ক না পরলে মাস্ক পরে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ব্যাংকে অর্ধেক জনবল থাকলেও গ্রাহকদের তেমন ভিড় দেখা যায়নি। সপ্তাহের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক লেনদেন হতে দেখা গেছে।
গতকাল মতিঝিলে ও মহাখালী বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সাথে আলাপ কালে তারা বলেন, আমাদের পুর্বের অভিগতা আছে। স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মেই গ্রাহক সেবা দেওয়া হচ্ছে। জনবল অর্ধেক হলেও গ্রাহক সেবা বা লেনদেনে কোনো সমস্যা তৈরি হবে না বলে জানান তারা।
এবিষয়ে রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান বলেন, আমাদের প্রায় দুই বছরের পুর্বের অভিগতা আছে। স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মেই গ্রাহক সেবা দেওয়া দিচ্ছি। জনবল অর্ধেক হলেও গ্রাহক সেবা বা লেনদেনে কোনো সমস্যা হচ্ছে না। এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে রোস্টারিং এর মাধ্যমে অর্ধেক সংখ্যক জনবল নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। খালেদা আক্তার নামে সোনালী ব্যাংকের এক গ্রাহক জানান, প্রায়ই ব্যাংকে আসতে হয়। তবে আমার কাছে অন্যান্য দিনের মতোই লেনদেন হচ্ছে বলে মনে হয়েছে। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বেশি কাউন্সিলিং করছেন কর্মকর্তারা। এটা সবার জন্যই ভালো। আমি ভালো থাকলে অন্যরা ভালো থাকবে।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে রূপালী ব্যাংকের মহাখালী শাখার ম্যানেজার সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা প্রথম থেকেই মাস্ক পরাকে গুরুত্ব দিয়ে আসছি। হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, মাস্ক ছাড়া কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য প্রধান ফটকে ব্যাংক চলাকালীন দায়িত্ব পালন করছেন নির্দিষ্ট কর্মচারী।

 

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্য মেলা বন্ধের সুপারিশ
পরবর্তী নিবন্ধপপুলার লাইফ ইন্স্যুরেন্স এর সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে হত্যা মামলা