স্বাধীন বিচার ব্যবস্থায় প্রধান বিচারপতি নিজেই পরাধীন:জয়নুল আবেদীন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজেই স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা।

শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।

সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সংবিধানের ৯৪ অনুচ্ছেদে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে। কিন্তু এই স্বাধীন বিচার ব্যবস্থাতে প্রধান বিচারপতি নিজেই স্বাধীন নন। তিনি নিজের ইচ্ছায় ছুটিতে যাননি, তাকে বলপ্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান বিচারপতিকে তারা নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি অন্তরীণ, সরকার নির্দেশিত ব্যক্তিরাই শুধু তার স্বাক্ষাত পেতে পারেন, অন্যরা নন।

সংবাদ সম্মেলনে বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার দাবিতে সপ্তাহব্যাপি কর্মসূচী ঘোষণা করা হয়। এতে জানানো হয়, আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সব জেলা বারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হবে।

সংবাদ সম্মেলনে আইনজীবি সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন।

 

পূর্ববর্তী নিবন্ধকঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন রণবীর কাপুর?
পরবর্তী নিবন্ধপকেটেই বিস্ফোরিত হলো স্যামসাং মোবাইল [ভিডিও]