স্বর্ণের দাম ভরিতে ১,২২৫ টাকা বেড়েছে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
স্বর্ণের দাম ভরিতে দাম ১ হাজার ২২৫ টাকা বেড়েছে। শুক্রবার  থেকে এ দাম কার্যকর হবে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে রেখে এ দাম বাড়ানো হচ্ছে বলে দাবি করছে বাজুস। নতুন দাম অনুসারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪৭ হাজার ১২৩ টাকা।

২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৩৯ হাজার ৬৫৮ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ৬৬১ টাকা।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে দল পাঠাবে না শ্রীলংকা
পরবর্তী নিবন্ধঅভিষেক টেস্টেই ছক্কা মারার রেকর্ড গড়লেন হার্দিক পাণ্ডিয়া