স্টোরকিপার থেকে একরাতেই কোটিপতি!

পপুলার২৪নিউজ ডেস্ক:

একেই বলে ভাগ্য! না হলে যিনি ছিলেন স্টোরকিপার, একরাতেই বনে গেলেন কোটিপতি!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আজেশ পদ্মনভান নামের ভারতীয় ডিউটি ফ্রি ‘মিলেনিয়াম মিলিনিয়র’ প্রমোশনের লাকি ড্র’র লটারিতে এক মিলিয়ন ডলার (প্রায় ৭ কোটি ৯৫ লাখ টাকা) জয় করেন।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এ ড্র অনুষ্ঠিত হয়।

আজেশ পদ্মনভান সংযুক্ত আরব আমিরাতের শারজায় ফেডারেল ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটিতে (এফইডব্লিউএ) স্টোরকিপার হিসেবে কাজ করেন।

তিনি নিয়মিত মিলেনিয়াম মিলিনিয়র প্রমোশনের লটারির টিকেট কিনতেন। অবশেষে সেই লটারিই তার ভাগ্য খুলে দিয়েছে।

পুরস্কার বিজয়ের প্রতিক্রিয়ায় আজেশ পদ্মনভান আমিরাতের পত্রিকা খালিজ টাইমসকে বলেন, ‘ধন্যবাদ দুবাই, আমাকে ডিউটি ফ্রিতে বিজয়ী করানোর জন্য।’

এবারর আরও দু’জন ফাইনেস্ট সারপ্রাইজ প্রমোশন পুরস্কার জিতেছেন। এদের একজন হলেন লেবানিজ বংশোদ্ভূত দুবাইয়ের নাগরিক ড্যানি জারা।

তিনি মেয়ে ড্যানিয়েলা জারার নামে টিকেট কিনে অ্যাসটন মার্টিন ভেনটেজ স্পোর্টসশিফট (স্ট্রটাস হোয়াইট) পুরস্কার জেতেন।

পুরস্কার বিজয়ী আরেকজন হলেন দুবাইতে কর্মরত নেপালের প্রাজওয়াল রাজ পাওডেল। তিনি এ নিয়ে দু’বার এই পুরস্কার জিতলেন।

প্রাজওয়াল এবার ডুকাটি মনস্টার বাইক ৮২১ (লাল) জেতেন। এর আগে ২০১৬ সালের ২০ ডিসেম্বরও তিনি বাইক জিতেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৭
পরবর্তী নিবন্ধবসতি স্থাপন নিয়ে ইসরাইলকে ট্রাম্পের হুশিয়ারি