সৌদি আরব বিলাসবহুল রিসোর্ট বানাবে লোহিত সাগরে

 

লোহিত সাগরে বিলাসবহুল রিসোর্ট বানাবে সৌদি আরব

পপুলার২৪নিউজ ডেস্ক: পর্যটনকে জমজমাট করতে একটি বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে লোহিত সাগরের বিভিন্ন স্থানে অন্তত ৫০টি দ্বীপ নিয়ে বিশেষ পরিকল্পনা করছে দেশটি। খবর- বিবিসি।

পরিকল্পনা অনুযায়ী এসব দ্বীপ ও আরও কিছু জায়গায় নির্মাণ করা হবে বিলাসবহুল রিসোর্ট।

তেলের দাম নিয়ে সামনের অনিশ্চয়তা মোকাবেলায় পর্যটন থেকে আরও বেশি অর্থ আয়ে আগ্রহী হয়ে উঠছে দেশটি।

কর্তৃপক্ষ আশা করছে লোহিত সাগরের দ্বীপগুলোতে বিলাসবহুল রিসোর্ট করা হলে তা দেশী বিদেশী পর্যটকদের উৎসাহিত করবে, যা পর্যটন খাতের আয়কে বাড়িয়ে তুলবে।

যদিও এটা নিশ্চিত নয় যে, পর্যটকদের জন্য পোশাক বিষয়ে সৌদি বিধি নিষেধ শিথিল করা হবে কি-না।

অ্যালকোহল, সিনেমা ও থিয়েটারও দেশটিতে বৈধ নয়।

পর্যটকদের জন্য এসব সুবিধা থাকবে কিনা তাও এখনো বলা যাচ্ছে না।

তবে পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সাল থেকে রিসোর্টগুলোর নির্মাণ কাজ শুরু হবে।

আর একটি বিমানবন্দরসহ এসব স্থাপনার নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালে।

আর এসব পরিকল্পনার মূলে আছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

পূর্ববর্তী নিবন্ধআনুশকার সঙ্গে কাজলের মিল খুজে পান শাহরুখ?
পরবর্তী নিবন্ধলংকাবাংলার রাইট শেয়ার বাতিল