সোহরাওয়ার্দী না হলে পল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
1সোহরাওয়ার্দী উদ্যানে না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশ করতে চায় বিএনপি।

শুক্রবার বিকালে ভাসানী মিলনায়তনে সমাবেশের প্রস্তুতি সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।

ঢাকা মহানগর বিএনপি ওই সভার আয়োজন করে। এতে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বক্তব্য দেন।

বিএনপি ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে ৭ জানুয়ারি শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বলে জানিয়েছিল। সরকার এখনো অনুমতি দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

মির্জা ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়ে সরকার সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে এমনটা আশা করে বিএনপি।

তবে সোহরাওয়ার্দী উদ্যানে না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়ার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত; রেল যোগাযোগ বন্ধ