সোমালিয়ায় খাদ্যাভাবে শতাধিক লোকের মৃত্যু

পপুলার২৪নিউজ ডেস্ক:
সোমালিয়ায় খাদ্যাভাবে গত ৪৮ ঘণ্টায় শতাধিক লোক মৃত্যুবরণ করেছে। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের।

শনিবার দেশটির জাতীয় খরা কমিটির সভায় এই মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি। খবর এবিসি নিউজের।

সোমালিয়ার প্রধানমন্ত্রী জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামুদ্রিক এলাকায় ১১০ জনের বেশি লোক খাদ্যাভাবে মারা গেছেন।

দীর্ঘদিন ধরে খরা আক্রান্ত দেশটির লাখো-কোটি জনতা খাদ্যাভাবে ভুগছিল। আর এটা ছিল খাদ্যাভাবে মারা যাওয়ার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা।

এর আগে গত মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ খরাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দেয়।

দেশটিতে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তথ্যমতে গত কয়েক সপ্তাহে হাজারো লোক বিভিন্ন আশ্রয় শিবিরে খাবারের জন্য জড়ো হয়েছে।

এদিকে জাতিসংঘ আফ্রিকার এ অঞ্চলের ৫ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে বলে জানিয়েছে। এই তথ্যের মধ্য দিয়ে ওই অঞ্চলে দুর্ভিক্ষের আভাসই দিয়েছে সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধকার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর আহ্বান
পরবর্তী নিবন্ধপাবনায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত