সোমবার চালু হচ্ছে কাতার-সৌদি ফ্লাইট

নিজস্ব ডেস্ক:

ফের সৌদি আরবের সঙ্গে কাতারের ফ্লাইট সোমবার থেকে চালু হচ্ছে। কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে চলা বিরোধ নিষ্পত্তির পর ফের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

জাতীয় এ বিমান সংস্থাটির টুইটে বলা হয়, পুনরায় সৌদি আরবের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে, সোমবার রিয়াদ ও বৃহস্পতিবার জেদ্দার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করবে।

এর আগে রোববার সৌদি এয়ারলাইন সৌদিয়া জানায়, ২০১৭ সালের পর প্রথম সোমবার থেকে কাতারের সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে।

সৌদি আরবের আল-উলা শহরের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের সঙ্গে কাতারের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরেই দুই দেশের মধ্যে বিমান চলাচলের সিদ্ধান্তের বিষয়টি সামনে আসে।

২০১৭ সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য সম্পর্ক ছিন্ন করাসহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরবসহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে প্রথম থেকেই সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার।

সূত্র: ইয়েনি শাফাক

পূর্ববর্তী নিবন্ধস্বদেশ প্রত্যাবর্তন দিবসে রূপালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধমিয়ানমার রোহিঙ্গাদের কখন নেবে বলা মুশকিল : পররাষ্ট্রমন্ত্রী