সোনালী ব্যাংকে সদ্য যোগদানকৃত ডিএমডিদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেডে সদ্য যোগদানকৃত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সদ্য যোগদানকৃত ডিএমডিগণ বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজারস’ অফিস ফরিদপুরের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) এস এম ওবায়দুর রহমানসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে ১৭ নভেম্বর, ২০২২ তারিখে ইস্যুকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে জেনারেল ম্যানেজার হতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেত্রী মায়া ঘোষ মারা গেছেন
পরবর্তী নিবন্ধদুর্যোগ-দুর্বিপাক সবক্ষেত্রেই সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করছে