সোনালী ব্যাংকের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

২৬ মার্চ, মঙ্গলবার সকালে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিমের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে দিনের শুরুতে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া ব্যাংকের পক্ষ হতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসব কর্মসূচিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরগণ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, তোরণ নির্মাণ, ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ দেশব্যাপী সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ সৌদির
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা