সোনালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

নিউজ ডেস্ক:

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে সোনালী ব্যাংক পিএলসির ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পূর্ববর্তী ধাপ হিসেবে ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিমের সাথে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২১ জুন. বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পর্যায়ক্রমে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস। এসময় প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পর্যায়ক্রমে নিয়ন্ত্রণকারী কার্যালয়ের সাথে শাখাসমূহের, নিয়ন্ত্রণকারী কার্যালয়ের সাথে জেনারেল ম্যানেজার’স অফিস প্রধানদের, জেনারেল ম্যানেজার’স অফিস প্রধানদের সাথে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দের এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টরের সাথে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দের চুক্তি স্বাক্ষর হয়।

উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি বিগত দুই অর্থবছরে বার্ষিক সম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করে।

পূর্ববর্তী নিবন্ধপরিচালকদের মেয়াদ ১২ বছর, ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী পাস
পরবর্তী নিবন্ধউজবেকিস্তানের নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন ইসি সচিব জাহাংগীর