সোনালী ব্যাংকের এমডি এন্ড সিইও হলেন আতাউর রহমান প্রধান

নিজস্ব প্রতিবেদক

মো: আতাউর রহমান প্রধানকে ০৩ বছরের জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০.০৮.২০১৯ তারিখের পত্র নং-৫৩.০০.০০০০.৩১২.১১.০০২.১৯.১৫০ এর মাধ্যমে ০৩ বছরের জন্য চুক্তিতে মো. আতাউর রহমান প্রধানকে নিয়োগ প্রদান করা হয়। গত ০৩ বছর তিনি সাফল্যের সাথে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইতোপূর্বে প্রবাসী কল্যাণ ব্যাংক ও সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিন্যানসিয়াল এনালিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) ও স্নাতককোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন করেন। লালমনিরহাটের পাটগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ লাইন মাটির নিচে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধমেয়াদ বেড়েছে সরকারি ৩ ব্যাংকের এমডিদের