সোনালী ব্যাংকের এই বছর রেকর্ড পরিমান খেলাপি ঋণ আদায় হবে: এমডি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাংক, সোনালী ব্যাংকের খেলাপি ঋণের আদায় এবছর রেকর্ড পরিমান ছাড়িয়ে যাবে। সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর নেত্বত্বে গত ১০ মাসে সোনালী ব্যাংক মুনাফা হয়েছে ১ হাজার ৪৬৫ কোটি টাকা। ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে আশা করেন, ব্যাংটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি এ প্রতিবেককে বলেন, নির্বাচন সামনে রেখে খেলাপি ঋণ আদায় বেড়েছে। এবছর রেকর্ড পরিমান খেলাপি ঋণ আদায় হবে। গত দশ মাসে খেলাপি ঋণ আদায় হয়েছে ২ হাজার ৩০০ কোটি টাকা ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। তিনি বলেন সোনালী ব্যাংকের ১ হাজার ২১৪টি শাখা রয়েছে সবগুলো শাখা অনলাইনে আওতায় এসেছে। জুলাই ২০১৬ সালে লোকসানী শাখা ছিল ৩০৫টি বর্তমানে কমে ১৫০টি শাখা লোকসানি। এমডি জানান, ব্যাংকটির আমানত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ২৮৭ কোটি টাকা। ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ব্যাংকিং খাতের বিভিন্ন সূচকে এখনো শীর্ষে অবস্থান করছে সোনালী ব্যাংক। আমানত সংগ্রহ, শাখা বিস্তার, বিনিয়োগ, ঋণ প্রদানসহ নানা সূচকে উন্নয়নের ধারা বজায় রেখে তা আরো উন্নত করাই আমার প্রধান লক্ষ্য। কয়েক বছর ধরেই হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপের সমস্যাগুলো পর্যবেক্ষণ করেছি। এ থেকে উত্তরণের একটি স্বচ্ছ ধারণাও আমার হয়েছে। এজন্য এ ব্যাংকে যোগদানের পর পরই সব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। ব্যাংকটিতে কী ধরনের দুর্বলতা রয়েছে, সেগুলো বাছাই করা হয়েছে। শুধু দুর্বলতাই নয়, আমাদের অনেক সক্ষমতা ও সম্ভাবনাও রয়েছে। সেগুলো বাস্তবায়নের পরিকল্পনা করা হবে। এ দুটি ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। খেলাপি ঋণের ক্ষেত্রে অসতর্কভাবে শুধু সংখ্যাটা উল্লেখ করলেও সঠিক মাত্রায় পরিমাপ করা যায় না। সব খোলপি ঋণ এক জাতীয় নয়। খেলাপি ঋণকে শ্রেণী বিন্যাস করতে হবে এবং নির্ধারণ করতে হবে, কী কারণে ঋণগুলো খেলাপি হয়েছে। সম্পাদনা শাহীন চৌধুরী

 

পূর্ববর্তী নিবন্ধপ্রয়ান দিবসে বাকশিল্পাচার্য নরেন বিশ্বাসকে স্মরণ
পরবর্তী নিবন্ধবগুড়া – ৬ খালেদা ও ফখরুলের মনোনয়নপত্র দাখিল