সেই ভিক্ষুককে ঘর তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক:ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা করোনা তহবিলে দান করা সেই ভিক্ষুক নজিমুদ্দিনকে (৮০) ঘর তুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে নজিমুদ্দিনকে ভিটেমাটি ও পাকাবাড়ি করে দেয়ার নির্দেশনা আসে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নজিমুদ্দিনের টাকা দেয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে নজিমুদ্দিনকে ভিটেমাটি ও পাকাবাড়ি করে দেয়ার নির্দেশনা আসে। খাস বন্দোবস্তসহ নজিমুদ্দিনকে বাড়ি করে দেয়ার প্রক্রিয়া চলছে।

নজিমুদ্দিন ভিক্ষা করে সংসার চালান। নিজের বসতঘর মেরামত করার জন্য দুই বছরে ভিক্ষা করে জমান ১০ হাজার টাকা। কিন্তু এ টাকা দিয়ে তার নিজের ঘর মেরামত না করে মঙ্গলবার দুপুরে দান করেন শেরপুরের ঝিনাইগাতীতে কর্মহীনদের খাদ্য সহায়তার জন্য খোলা তহবিলে।

তিনি মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও এলাকায় ইউএনও রুবেল মাহমুদের হাতে এ টাকা তুলে দেন।

নজিমুদ্দিন ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে।

পূর্ববর্তী নিবন্ধবিকালে চেন্নাই থেকে ফিরছেন ১৬৪ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধভাড়াটিয়াকে বের করে দেয়া সেই শম্পা কারাগারে