সেই অশ্বিন ব্রেক থ্রু দিলেন ভারতকে

 পপুলার২৪নিউজ ডেস্ক

ভারতের অন্যতম সেরা এই স্পিনিং অলরাউন্ডারকে গত দুই ম্যাচ পানি টানাটানি করতে হয়েছে। তার একাদশে স্থান না হওয়া নিয়ে ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল সাইট সরগরম ছিল।

শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচ হেরে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে নেমেছে বিরাট কোহলির দল। আজ হারলেই প্লেনের টিকিট কাটতে হবে। এই ম্যাচেই চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবারের মত মাঠে নামলেন রবিচন্দ্রন অশ্বিন। সুযোগের সঠিক ব্যবহার করে দলকে এনে দিলেন ব্রেক থ্রু।টসে হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেছিলেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক এবং হাশিম আমলা। ৭৬ রানের জুটি গড়ে ফেলেছিলেন দুজনে। ভারত যখন ব্যাকফুটে চলে যাচ্ছিল তখনই মায়াবী ঘূর্ণিবলে হাশিম আমলাকে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দী করেন অশ্বিন। আউট হওয়ার আগে ৫৪ বলে ৩ চার এবং ১ ছক্কায় ৩৫ রান করেন আমলা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ  ৩৩ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান।

পূর্ববর্তী নিবন্ধউইম্বলডন থেকে ছিটকে গেলেন শারাপোভা
পরবর্তী নিবন্ধঈদ উপলক্ষে অর্থ লেনদেনে সহায়তা করবে পুলিশ