সুষ্ঠু নির্বাচন দাবিতে আন্দোলন চলবে: ফখরুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন চলছে এবং এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করছি। আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলন আরও বেগবান করব।’

তিনি বলেন, ‘আমরা বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দ্রুত একটা নির্বাচন চাই। নির্বাচন হতে হবে নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন।’

Fakrul-1

‘দেশে গণতন্ত্র নেই’ এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘সরকার গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করেছে। এই সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র নির্বাসিত। আমাদের প্রতিকূল পরিবেশে রাজনীতি করতে হচ্ছে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সরকার বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে। সরকার জানে দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে, সব দলকে সঙ্গে নিয়ে আমরা দাবি আদায় করব।’

এর আগে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতারা ফুলেল শ্রদ্ধা জানান।

এর আগে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. জেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ডা. সিরাজউদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন প্রমুখ।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বেলা ৩টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

সভায় বিএনপির সিনিয়র নেতাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে দূর্ঘটনায় নিহত ২ আহত ১৩
পরবর্তী নিবন্ধএরশাদের আসনে উপ-নির্বাচন ৫ অক্টোবর