সুনামগঞ্জে হাওর দুর্নীতি মামলার আসামি যুবলীগ নেতা চপল গ্রেফতার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার আসামি ঠিকাদার ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে সিঙ্গাপুর যাওয়ার পথে গ্রেফতার করা হয়। খায়রুল হুদা চপল ঠিকাদারি প্রতিষ্ঠান নূর ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী। এ নিয়ে দুদকের মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হল।
খায়রুল হুদা চপল বর্তমানে সুনামঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের ছোট ভাই।
জানা যায়, হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগে গত ২ জুলাই সুনামগঞ্জ সদর থানায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারসহ মোট ৬১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ৪৬ জনই ঠিকাদার। ঠিকাদার খায়রুল হুদা চপলও ওই মামলার আসামি।

পূর্ববর্তী নিবন্ধটাইগারদের আটকাতে অজিদের ঘূর্ণিবলের প্রদর্শনী
পরবর্তী নিবন্ধভারতীয় সেনাদের সাথে চীনা সেনাদের ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়া