সুনামগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে হাওরে পোনা ছাড়ার উদ্যোগ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বাঁধ ভেঙে হাওরের কাঁচা ধান তলিয়ে যাওয়ার পর ধান পঁচে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে হাওরে ব্যাপক আকারে মাছের মড়ক দেখা দিয়েছিল। পরবর্তীতে বৃষ্টি হওয়ায় অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ কমে অক্সিজেনের
পরিমাণ বেড়েছে। মাছের ক্ষতি পুষিয়ে নিতে হাওরাঞ্চলের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করার জরুরি উদ্যোগ হাতে নিয়েছেন মৎস্য মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তর। সুনামগঞ্জের ১১ উপজেলার হাওরাঞ্চলের মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কোটেশনের মাধ্যমে মাছের পোনা ক্রয় করে তা হাওরে অবমুক্ত করা হবে। চলতি এপ্রিল মাসেই মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা শংকর চন্দ্র দাস বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধি করতে ৬০ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। আমরা আগামী ১০-১৫ দিনের মধ্যেই কোটেশনের মাধ্যমে পোনা ক্রয় করে তা ২-৩টি করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করব। আমরা আশা করছি চলতি মাসেই পোনা অবমুক্ত করতে পারব।

পূর্ববর্তী নিবন্ধজগন্নাথপুরে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম অভিযোগ
পরবর্তী নিবন্ধপ্রথমবার একসঙ্গে নোবেল-মম