সীতাকুণ্ডে ট্যাংক বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১১

পপুলার২৪নিউজ ডেস্ক :
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের ছোট কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানার তরল লোহার ট্যাংক বিস্ফোরণে ১১ কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনার পরই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি আটজনকে চমেক বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানান জেলা পুলিশের মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, অগ্নিদগ্ধদের মধ্যে আছেন সীতাকুণ্ডের বাদশা মিয়ার ছেলে সোলায়মান (২৮), দিনাজপুরের পার্বত্যপুরের মতিউর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম (২৮), আবদুল হকের ছেলে মো. শাহ আলম (৩২), নোয়াখালীর আবদুর রবের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), দিনাজপুরের আনছার আলীর ছেলে মিজানুর রহমান (২৭), সীতাকুণ্ডের তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২৭), আতাউল হকের ছেলে আলাউদ্দিন (২৮), লালমনির হাটের আজিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৫)। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, জিপিএইচ ইস্পাতের কারখানার ফার্নেস বিস্ফোরিত হয়ে ১১জন কর্মী দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক বার্ন ইউনিটের অধ্যাপক ডা. মৃণাল কান্তি দাশ বলেন, ৩০ বছর বয়সী শাহ আলমের শরীরের ১০০ ভাগ পুড়ে গেছে। একই বয়সের আনোয়ার হোসেনের পুড়েছে ৬০ ভাগ। ২২ বছর বয়সী মি. দমিনি নামের আরেকজন কর্মীর পুড়েছে ৯০ ভাগ। সোলায়মানের পুড়েছে ৯০ ভাগ। সবচেয়ে বড় কথা তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া মিজানুর রহমানের ২০ ভাগ, ইউসুফের ৪০ ভাগ পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধসাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলেন তিনি!
পরবর্তী নিবন্ধরাজশাহীর বাঘায় ঘূর্ণিঝড়ে দুই ইউনিয়ন তছনছ, নিহত ১